কোচবিহার

থানায় অভিযোগ করায় এক বিজেপি মহিলা প্রার্থীকে, শ্লীলতাহানি ও ধর্ষনের হুমকি তৃণমূলের

বিজেপির হেরে যাওয়া প্রার্থীকে শ্লীলতাহানির হুমকি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। প্রানের ভয়ে ফলপ্রকাশের রাতে বাঁশঝাড়ে কাটিয়ে গোপন ডেড়ায় বিজেপি পরিবার। পুলিসে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। যার ফলে শিলিগুড়িতে লুকিয়ে এই পরিবার। 

অভিযোগ ভোটের দিনে বুথের বাইরে বিজেপির মহিলাকে কয়েক ঘন্টা ঘেরাও করে রেখেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ও দুষ্কৃতিরা। পুলিস এলে সেদিনের মতো রক্ষে হয়। কিন্তু ভোট গণনা শেষ হতেই ফের তৃণমূলের সন্ত্রাসের মুখে গোটা পরিবার। তালা বন্ধ বাড়ি। ঘটনাটিও ঘটেছে কোচবিহারের খলিসামারী এলাকায়। ৩০ এপ্রিল বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী সারথী বর্মনের ভাসুর অমিত বর্মনকে পিটিয়েছিল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দুষ্কৃতি। মাথায় পিঠে গুরুতর চোট পান তিনি। ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগ। অভিযোগ ভোটের দিনে বিজেপি প্রার্থীকে আটকে রেখে ছাপ্পা দিয়ে এলাকায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এবার সেই অভিযোগ তুলে নেওয়ার চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। না হলে বিজেপি প্রার্থীকে শ্লীলতাহানির হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে দাবী পরিবারের। আতঙ্কে ফল ঘোষনার পর থেকেই বিজেপি পরিবারের বাড়িতে অনির্দিষ্ট কালের জন্য ঝুলছে তালা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/1q8kpw_4raI